শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মন চাইছে আত্মহত্যা করি

নিজস্ব প্রতিবেদক

মন চাইছে আত্মহত্যা করি

ডিসেম্বর শব্দটি বাংলায় লেখার কারণে একটি ব্যাংক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের চেক ফেরত দিয়েছে। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। গতকাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মোস্তাফা জব্বার লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি!’গতকাল বেলা ১১টা ৩৯ মিনিটে পোস্টটি প্রকাশের পরপরই তা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ মন্তব্য করেন। ব্যাংকটির নাম জানতে চান। মন্ত্রী বিভিন্ন মানুষের মন্তব্যের জবাব দেন। পরে অবশ্য ব্যাংকটি কোনো পরিবর্তন ছাড়াই চেকটি গ্রহণ করে টাকা প্রদান করে। এরপর মোস্তাফা জব্বার আগের পোস্টটি সম্পাদনা করে লেখেন, ‘আজ সকালে একটি চেকে আমি “ডিসেম্বর” বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছিল। এরপর সব ঠিক হয়েছে। এটা আমাদেরই বাংলাদেশ। প্রমাণিত হলো ন্যায়সংগত প্রতিবাদ করলে জয়ী হওয়া যায়। সেই চেকের টাকা ভাঙানো হয়েছে। জয় বাংলা।’ বিষয়টি নিয়ে মন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে এ স্ট্যাটাস দিইনি। ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি। কারণ বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এ রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর