শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দিয়াবাড়ী-আগারগাঁও রুটে মেট্রোরেল চলবে ১২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন দেশের প্রথম মেট্রোরেলের একাংশে পরীক্ষামূলক চলাচল শুরু হতে পারে আগামী ১২ ডিসেম্বর। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথের দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশ আগামী বছরের ডিসেম্বরে চালুর চূড়ান্ত প্রস্তুতি চলছে। এখন চলছে উড়াল রেলপথে ট্রেনের পরীক্ষামূলক (পারফরম্যান্স টেস্ট) চলাচল। তারই অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হবে। গতকাল মেট্রোরেলের পরিচালনা সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আমরা আগেই পরিকল্পনা করেছিলাম, চলতি ডিসেম্বর মাসের প্রথম পক্ষের মধ্যে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট পরিচালনা করব। আমরা এখনো তারিখটি চূড়ান্ত করিনি, দুই-একদিনের মধ্যে এটি চূড়ান্ত হবে। তিনি আরও বলেন, তবে এটা ঠিক আমরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল পরিচালনা করব। এজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আমরা ২৯ নভেম্বর দিয়াবাড়ী থেকে মিরপুর ১০-এর কাছে ৬ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর