রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অনিরাপদ সড়ক ও অব্যবস্থাপনা

লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের

অনিরাপদ সড়ক ও অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল রাজধানীতে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের হাফপাস কার্যকর, সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বেলা সোয়া ১২টায় রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে তারা লাল কার্ড প্রদর্শন করেন। এদিকে লাল কার্ড প্রদর্শন শেষে আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে খিলগাঁও মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ফুটবল খেলায় কেউ ফাউল করলে রেফারি যেমন লাল কার্ড দেখায়, সেভাবেই সড়ক খাতে নানারকম দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আমরা আজ লাল কার্ড দেখাচ্ছি। তাদের ১১ দফা দাবিতে সড়কে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার বিষয়গুলো উঠে এসেছে।

ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সোহাগী সামিয়া বলেন, ট্রাফিক পুলিশের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাসগুলোর মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে এক রুটে এক বাস এবং দৈনিক আয় সব পরিবহন মালিকের মধ্যে তাদের অংশ অনুযায়ী বণ্টন করার নিয়ম চালু করতে হবে। শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। চুক্তির ভিত্তিতে বাস দেওয়ার বদলে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। গাড়ি চালকদের কর্মঘণ্টা একনাগাড়ে ছয় ঘণ্টার বেশি হওয়া যাবে না। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে যানচলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যানচলাচল কিছুটা ব্যাহত হয়। সোহাগী সামিয়া বলেন, কাল (আজ) বেলা ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতি ব্যাঙ্গচিত্র প্রদর্শন করব। এ ছাড়া আমাদের অভিভাবকসহ সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য। নয় দফা দাবিতে কাল (আজ) শাহবাগ থেকে প্রতীকী লাশ নিয়ে মিছিল করবেন তারা। প্রসঙ্গত, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল বিক্ষোভে লাল কার্ড দেখিয়ে সড়কে অব্যবস্থাপনা ও প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেছেন তারা। সারা দেশে সব ধরনের পরিবহনে সব সময়ের জন্য হাফ পাস চালুর দাবি জানিয়েছে তারা। আন্দোলনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর