রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রতি থানায় শিশুবিষয়ক ডেস্ক প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রতি থানায় শিশুবিষয়ক ডেস্ক প্রয়োজন

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি বলেছেন, শিশু আইন-২০১৩ অনুযায়ী প্রতিটি থানায় ‘শিশুবিষয়ক ডেস্ক’ প্রতিষ্ঠা নিশ্চিত করা প্রয়োজন। শিশু আইন-১৯৭৪ এর অধীনে দুটি কিশোর আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান আইনে প্রতিটি জেলা সদর ও মেট্রোপলিটন এলাকায় শিশুদের প্রতি সুবিচার নিশ্চিত করতে কমপক্ষে একটি ‘শিশু আদালত’ স্থাপন করা প্রয়োজন। যার ১৬ ধারা অনুসারে সংঘাতে শিশুদের মোকাবিলা করার এখতিয়ার রয়েছে। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদ জাহাঙ্গীর মোল্লাহ বলেন, শিশুরা ভুলবশত বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে শিশুদের অন্যান্য আসামির সঙ্গে একসঙ্গে রাখা অমানবিক। তিনি শিশুদের জন্য আলাদা বিচারব্যবস্থা সংরক্ষণের প্রতি জোর দেন।

সর্বশেষ খবর