রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ধর্মকে আশ্রয় করে অপরাধ জঘন্য

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ধর্মকে আশ্রয় করে অপরাধ জঘন্য

ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সমাপনী দিনে আন্তধর্মীয় কনফারেন্সে জাতিসংঘের এনজিওবিষয়ক প্রতিনিধি ড. রেমি আলাপো সাম্প্রদায়িকতার সমালোচনা করে বলেছেন, ‘পৃথিবীর প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। যারা ধর্মের অনুসারী তাদের মধ্যে অনেক নেতিবাচক বিষয় থাকতে পারে, কিন্তু ধর্মের মধ্যে তেমন কিছু নেই। ধর্ম শুধু শান্তির বার্তা দেয়। তাই ধর্মকে আশ্রয় করে অপরাধ করা জঘন্য ব্যাপার।’ ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড স্টেটে গ্যালোর্ড রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনের সমাপনী দিন ছিল গত ২৮ নভেম্বর। এদিন আন্তধর্মীয় কনফারেন্সে সভাপতিত্ব করেন ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল্লাহ। এতে বক্তব্য প্রদানকালে গ্রেটার গ্রেস মিনিস্ট্রির বিশপ ডক্টর অ্যাডওয়ার্ড বারনেট বলেন, ‘পৃথিবীর সবগুলো ধর্মের মধ্যে একটা মিল আছে। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই প্রতীয়মাণ হবে যে, তারা একই শান্তির কথা বলছে, মানবতার কথা বলছে। অথচ আমরা সেগুলোকে গ্রহণ না করে যে অল্প কিছু অমিল আছে- শুধু সেগুলো নিয়েই কথা বলি।’ ইন্টারন্যাশনাল বুডিস্ট সেন্টারের প্রেসিডেন্ট কাতোগোসতোতা উপারানাতারা মাহাথেরা বলেন, ‘বর্তমান পৃথিবীতে যে অস্থিরতা বিরাজ করছে, এটাকে মোকাবিলা করতে হবে ধর্মের শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে, অন্য ধর্ম এবং ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল ও শ্রদ্ধাশীল হয়ে। অন্য কেউ নয়, তারা আসলে আমাদেরই ভাই।’ সম্মেলনের সমাপনী দিনে ফোবানার নতুন কমিটি নির্বাচন করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন ক্যানসাসের রেহান রেজা। জেনারেল সেক্রেটারি হয়েছেন মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)। ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ দিলু মাওলা (জর্জিয়া), জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল কামাল সোহেল (জর্জিয়া) এবং ট্রেজারার হয়েছেন ড. মুহাম্মদ আলী মানিক (জর্জিয়া)। উল্লেখ্য, সামনের বছর ৩৬তম ফোবানা সম্মেলন হবে ইলিনয় স্টেটের শিকাগো সিটিতে।

সর্বশেষ খবর