সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির হানা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্টের প্রথম দিন বাধাগ্রস্ত হয়েছে আলোর স্বল্পতায়। গতকাল দ্বিতীয় দিন প্রায় পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। প্রথম দিন খেলা হয়েছে ৫৭ ওভার। গতকাল হয়েছেন মাত্র ৬.২ ওভার বা ৩৮ বল। প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬১ রান। গতকাল ৩৮ বলে যোগ করেছে আরও ২৭ রান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের নামের পাশে ২ উইকেটে ১৮৮। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আজহার আলি ও বাবর আজম এখনো ব্যাট করছেন। বাবর অপরাজিত রয়েছেন ৭১ ও আজহার ৫২ রানে। বাবরের ইনিংসটি সাজানো ১১৩ বলে ৮ চার ও এক ছক্কায়। আজহার ৫২ রানে ব্যাট করছেন ১৩৬ বলে ৭ চারে। টেস্টের দুদিনে খেলা হয়েছে ৬৩.২ ওভার। খেলা হয়নি ১১৬.৪ ওভার। যে সব ওভার হতে পারেনি, সে সব ওভার কাভার করতে আজ নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় টেস্ট শুরু হবে। ঘূর্ণিঝড় জাওয়াদ আঘাত হানেননি। কিন্তু দিনভরই বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত না হানলেও গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে ভারত মহাসাগরে। সেজন্য আজও বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। যদি আজও বৃষ্টি হয়, আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়, তাহলে টেস্টের ফল কি হবে? এখন প্রথম ইনিংস শেষ হয়নি সফরকারী পাকিস্তানের। বাকি আছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফলাফলের জন্য দরকার দুই দলের আরও দুই ইনিংস। এমন সমীকরণে টেস্টের ফল সাদা চোখে ড্র। দুদিন খেলা না হওয়ার পরও বাংলাদেশের হারের রেকর্ড রয়েছে। ২০০১ সালে হ্যামিল্টনে এই ডিসেম্বরেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। বৃষ্টিতে প্রথম দুদিন খেলা হয়নি। শেষ তিনদিনে কিউই বোলিংয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগাররা।

সর্বশেষ খবর