সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুজন নিহত চরফ্যাশনে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরি-মুকরি’র বাবুরহাট জাইল্লার খালের অদূরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই দুজনের নাম পরিচয় জানা না গেলেও র‌্যাব দাবি করেছে নিহত দুজনই জলদস্যু বাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় থানায় দুটি মামলা হয়। র‌্যাবের ডিএডি এনামুল হক বাদী হয়ে একটি হত্যা ও অন্যটি অস্ত্র মামলা দায়ের করেন। জানা গেছে নিহতরা সাগরে জলদস্যুতা করতো। গতকাল ভোরে কুকরি-মুকরি ইউনিয়নের জাইল্লার খাল এলাকায় জলদস্যুদের ধরতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধে জলদস্যুরা নিহত হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর