সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বাঁধ ভেঙে পানি লোকালয়ে

দুর্বল হলো ঘূর্ণিঝড় জাওয়াদ ৩ নম্বর সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক

বাঁধ ভেঙে পানি লোকালয়ে

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল সাগর। -বাংলাদেশ প্রতিদিন

সমুদ্রের মধ্যেই ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে লঘুচাপ হিসেবে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল সকাল থেকেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজও বৃষ্টি হতে পারে। এদিকে জাওয়াদের প্রভাবে উপকূলীয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটজুড়ে গুমোট আবহাওয়া বিরাজ করছে। গতকাল ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মাঝেমধ্যে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। উত্তর বেদকাশী গাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে উপকূলীয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটজুড়ে গুমোট আবহাওয়া বিরাজ করছে। গতকাল ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মাঝেমধ্যে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। উত্তর বেদকাশী গাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য হরষিত কুমার মণ্ডল বলেন, ঠিকাদারি দায়সারা কাজে সপ্তাহখানেক আগে এলাকা পানিমুক্ত করলেও মাটির কাজ না করায় শনিবার রাতের জোয়ারে বাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। জলোচ্ছ্বাসে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ওই স্থান ভেঙে প্লাবিত হয়েছে। বাগেরহাটে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে থাকে। উপকূলের মানুষের মাঝে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে।

ঝড়ের খবরে বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা নৌযানগুলো উপকূলে আশ্রয় নিয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দিনভর আকাশ ছিল কুয়াশায় ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরগুনার ৪টি নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বরগুনার পুরাঘাটা-আমতলী ও বরইতলা-বাইনচটকির ফেরির পন্টুন জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকে। সারা দিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সূর্যের মুখ দেখা যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর