সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে ভাইরাসটির কারণে প্রথম মৃত্যুর ২১ মাস পূর্ণ হওয়ার ১৩ দিন আগে মোট মৃত্যু ছাড়িয়ে গেল ২৮ হাজার। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার কম থাকলেও আবারও বাড়ছে মৃত্যু। দেশে গত দুই দিনই ছয়জন করে মারা গেছেন করোনায়। সর্বশেষ এর চেয়ে বেশি ৯ জনের মৃত্যুর খবর এসেছিল গত ২৫ নভেম্বর। এরপর টানা ৮ দিন তিনজনের বেশি মৃত্যু হয়নি কখনো। এদিকে এত দিন ষাটোর্ধ্ব মানুষ বেশি মারা গেলেও বর্তমানে কম বয়সীদের মৃত্যু বাড়ছে। গত দুই দিনে মৃত ১২ জনের মধ্যে তিনজনেরই বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, যা মোট মৃত্যুর ২৫ শতাংশ। অথচ গতকাল পর্যন্ত মোট মৃত্যুর মাত্র ৯.২৩ শতাংশের বয়স ছিল ৪০ বছরের নিচে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.০৩ শতাংশ। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২২৬ জন। গতকাল পর্যন্ত  দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ছিলেন পুরুষ ও তিনজন নারী। পাঁচজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বাকি একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে।

সর্বশেষ খবর