মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
নিউইয়র্কে রেজা কিবরিয়া বললেন

দেশে আমরা খুব বিপদে আছি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

দেশে আমরা খুব বিপদে আছি

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া নিউইয়র্কে বলেছেন, ‘এই মুহূর্তে আমরা দেশে খুবই বিপদে আছি। একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতায়। বিভিন্ন জুলুম-নিপীড়ন সবাইকে সহ্য করতে হচ্ছে। মানুষ জেলে গেলে তাদের ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়।’

নিউইয়র্কবাসীর পক্ষ থেকে গত রবিবার সন্ধ্যায় তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ (বাপ্রঅপ) এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আজাদ আহমেদ পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপ্রঅপের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার পলাশ। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির যুক্তরাষ্ট্র শাখার প্রধান রহমত উল্লাহ, বাপ্রঅপের আসিফ হক, আলী হোসাইন মজুমদার, মাহফুজ তুহিন প্রমুখ। সংবর্ধনার জবাবে রেজা কিবরিয়া বলেন, এবার আমেরিকায় এসেছি আমাদের সাংগঠনিক কাজে। আমি খুশি হয়েছি যে নিউইয়র্কে এত সুন্দর একটা মিটিং করতে পারছি। নিউজার্সিসহ বেশকটি স্থানে সভা করেছি। সাংগঠনিক আরও কাজ করা দরকার। ভবিষ্যতে আমরা বিভিন্ন স্টেটে কমিটি দেব। আপনারা এগিয়ে আসবেন কমিটি গঠনে। এরপর আমরা যুক্তরাষ্ট্রে বড় একটি সাংগঠনিক কমিটি করব। তবে এটা ‘প্রবাসী অধিকার পরিষদ’ নয়, আমাদের গণঅধিকার পরিষদের কমিটি হবে। বাংলাদেশের রাজনৈতিক দল পরিচালনা বিধিতে বিদেশে সরাসরি শাখা খোলার সুযোগ নেই। সে জন্য সমর্থক গ্রুপ তৈরি করতে হবে সারা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নেই অভিযোগ করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘মানুষ স্বস্তি চায়। করোনার তাণ্ডবের চেয়েও ভয়ংকর একটা পরিস্থিতির মধ্যে নিপতিত গোটা বাংলাদেশ। আমরা মাঠে নেমেছি শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে সমগ্র জনগোষ্ঠীকে একীভূত করতে। তাহলেই গণতান্ত্রিক শূন্যতা দূর করা সম্ভব হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর