মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আন্দোলন দুর্বার হয়ে উঠেছে

নিজস্ব প্রতিবেদক

আন্দোলন দুর্বার হয়ে উঠেছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলন দুর্বার হয়ে উঠেছে। এটা আওয়ামী লীগ সহ্য করতে পারছে না। তাই তারা তাঁর পরিবারের বিরুদ্ধে আজেবাজে কথা বলে আমাদের দৃষ্টিকে অন্যদিকে ফেরাতে চায়। কিন্তু আমরা চাই দেশনেত্রীর মুক্তি ও সুচিকিৎসা। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস  চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি নেতা শামা ওবায়েদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহে আলম, আবু সাইদ চাঁন, দেওয়ান শফিকুজ্জামান, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দিলদার হোসেন, জাফর ইকবাল হিরন, আমিনুল ইসলাম বাদশা, সরকার বাদল, মোর্শেদ মিল্টন, মশিউর রহমান, নবী নেওয়াজ খান, জয়নাল আবেদিন, আতাউর রহমান আতা, আসিক চৌধুরী, সাবিরা খাতুন মুন্নি, নাহিদ আক্তার, আবদুল হাই মনা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা আব্বাস বলেন, দেশনেত্রীর হাতে সময় কতদিন আছে আমি জানি না। ওইদিন ডা. জাফরুল্লাহর বক্তব্য হয়তো আপনারা শুনেছেন। আমি নিজেও তাঁকে দেখেছি, ইশারায় কথা হয়েছে। উনি আসলে খুব ভালো অবস্থায় নেই। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মন্ত্রীদের অশালীন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁকে নিয়ে তার পরিবারকে নিয়ে, এমনকি একটা শিশু বাচ্চাকে নিয়ে পর্যন্ত এ সরকারের মন্ত্রীরা কথা বলছেন।

সর্বশেষ খবর