মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
হাই কোর্টের মন্তব্য

দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই উল্লেখ করে হাই কোর্ট বলেছে, দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে। ঢাকা ব্যাংকের বংশাল ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের মামলায় আসামিদের জামিন আবেদনের ওপর শুনানিতে গতকাল এমন মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হলো- এমন প্রশ্ন তুলে আদালত বলে, ‘ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে? তাদের ধরতে হবে। এ ছাড়া রিপোর্ট হয়েছে ভুয়া বিলের মাধ্যমে টাকা নিয়ে যায়। কোনো টেন্ডার নেই, কোনো চেক নেই। এটা আনফরচুনেট। দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে।’ মামলা থেকে জানা যায়, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা লোপাটের ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে আসামি করে মামলা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ১৯ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দুদকের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। আসামিরা হলেন ঢাকা ব্যাংকের বংশাল শাখার সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ। তাদের বিরুদ্ধে ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা লোপাটের ঘটনা ধরা পড়লে তাদের আটক করে পুলিশ। এ মামলায় আসামিদের জামিন চেয়ে আবেদন করেন রিফাতুল হক। পরে জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর