বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদার অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র (ইনজেকশন) দিয়ে তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সিসিইউতে রেখেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তাঁর চিকিৎসা একটাই, সেটা হলো- কীভাবে তাঁর শারীরিক অবস্থার আর অবনতি না হয়, সে চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ দেশীয় এই চিকিৎসায় তাঁর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুস্থতার জন্য তাঁকে আমেরিকা, যুক্তরাজ্য কিংবা জার্মানির কোনো ‘অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টারে’ নিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।

অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, মাত্র তিনটি দেশে লিভার সিরোসিসের জন্য ‘টিপস’ পদ্ধতির চিকিৎসা রয়েছে। এ কথা দেশের সব বিশেষজ্ঞ চিকিৎসক ভালো করেই জানেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও বারবার এ কথাই বলছেন।

সর্বশেষ খবর