শিরোনাম
বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানের সঙ্গে ভয়াবহ বিপর্যয় জাতীয় দলের

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন টাইগাররা। দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল চতুর্থ দিনের খেলা মাঠে গড়ায়। গতকালও আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের অনেকটা আগেই খেলা শেষ করেন আম্পায়াররা। অবশ্য তার আগেই টাইগারদের ব্যাটিং লাইনে ধস নামে। নিজেদের প্রথম ইনিংসে ৭৬ রান করতেই হারায় ৭ উইকেট। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে। গতকাল হাফ সেঞ্চুরি করেন ফাওয়াদ আলম (৫০) ও মোহাম্মদ রিজওয়ান (৫৩)। এর আগে বাবর আজম ৭৬ রানে এবং আজহার আলি ৫৬ রানে আউট হন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ২টি এবং এবাদত হোসেন ও খালেদ আহমেদ একটি করে উইকেট শিকার করেন। নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তানি বোলার সাজিদ খানের বোলিং তোপে (৬ উইকেট শিকার) বড় স্কোর করতে পারেননি কেউ। সাদমান (৩), মাহমুদুল (০), মুমিনুল (১), মুশফিক (৫), লিটন (৬) ও মেহেদী (০) রানে নিজেদের উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন। নাজমুল হোসেন শান্ত (৩০) বড় স্কোরের স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হন। আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে তাইজুল ইসলামকে (০*) সঙ্গে নিয়ে সাকিব আল হাসান ২৩ রানে ব্যাটিং করছিলেন।

আজ কঠিন একটা দিন অপেক্ষা করছে টাইগারদের সামনে। ফলোঅন এড়াতে হলে আরও অন্তত ২৫ রান করতে হবে বাংলাদেশকে। হাতে আছে মাত্র ৩ উইকেট। ফলোঅন এড়াতে ব্যর্থ হলে ম্যাচ ড্র করা কঠিনই হয়ে উঠবে!

সর্বশেষ খবর