বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বাইডেনের গণতন্ত্রের জন্য সম্মেলন আজ শুরু

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাইডেনের গণতন্ত্রের জন্য সম্মেলন আজ শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আহূত দুই দিনের ‘সামিট ফর ডেমোক্র্যাসি’ (গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক সম্মেলন) আজ ভার্চুয়ালি শুরু হচ্ছে। এ সম্মেলনে যারা আমন্ত্রণ পায়নি তাদের অন্যতম বাংলাদেশ।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে সমমনা দেশগুলোর মধ্যকার সম্পর্ক আরও জোরালো করার অভিপ্রায়ে ৯-১০ ডিসেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনটির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এতে বিশ্বের ১০০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও সরকারি ও বেসরকারি সেক্টরে কর্মরত সুশীলসমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, দানবীররাও আমন্ত্রিত। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান আমন্ত্রণ পেলেও বাংলাদেশ নেই সে তালিকায়। অথচ স্টেট ডিপার্টমেন্টসহ মার্কিন কূটনীতিকরা হরদম বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু, সন্ত্রাস দমনে নির্ভরযোগ্য সহযাত্রী বলে অভিহিত করছেন।

বাংলাদেশ, সেন্ট্রাল আমেরিকার বেশ কটি দেশ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে অনেক দেশ কেন আমন্ত্রণ পায়নি সে প্রসঙ্গে গত বৃহস্পতিবার প্রেস ব্রিফিংকালে স্টেট ডিপার্টমেন্টে নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সম্পর্কিত আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জানিয়েছেন, ‘যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের দেশের গণতন্ত্রকে সনদ দেওয়া বা যারা আমন্ত্রিত হয়নি তাদের সম্পর্কে নেতিবাচক ব্যবস্থা- বিষয়টি কিন্তু একদম এ রকম নয়। সব জায়গার গণতন্ত্রই একটি বিকাশমান ক্রমধারার অংশবিশেষ।’

বাংলাদেশি-আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজ (ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) বলেন, ‘বাইডেন প্রশাসন মনে করে কর্তৃত্ববাদের বিরোধিতা, দুর্নীতি দমনের প্রচেষ্টা ও দুর্নীতি মোকাবিলা করা এবং দেশের মানবাধিকার সংরক্ষণ অথবা মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন- এ তিন মানদণ্ডের ক্ষেত্রে বাংলাদেশের বড় রকমের ঘাটতি রয়েছে।’

সর্বশেষ খবর