বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি

প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিজয়ের পঞ্চাশ বছরেও স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। ইউটিউব খুললেই জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও সংবিধান সম্পর্কে বিরূপ মন্তব্য শোনা যায়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাঁর ভাস্কর্য ও ম্যুরাল ধ্বংস করার উদ্ধত্য দেখা যায়। বীর মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। গতকাল ঢাকা থেকে ভার্চুয়ালি ঝালকাঠির ‘মুক্তিযোদ্ধা সম্মাননা’ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদে’র উদ্যোগে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে এমপি মেনন আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলেও তাদের বেশির ভাগই দারিদ্র্য ও কর্মহীনতার শিকার। দীর্ঘ সময় ধরে সামরিক শাসন ও স্বৈরশাসন দেশের মানুষকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস মুখস্থ করতে বাধ্য করেছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই।

সর্বশেষ খবর