বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসার্থে বিদেশে না পাঠিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন। আবারও তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু সরকার প্রথম থেকেই নেতিবাচক অবস্থান নিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা সৃষ্টি করছে। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এ মানববন্ধনের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার রাতে গিয়েছিলাম হাসপাতালে। সব চিকিৎসকই সেখানে ছিলেন। তারা বলেছেন, জীবন রক্ষা করার জন্য এক মুহূর্ত দেরি না করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। সরকারের কাছে আবারও আহ্বান, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে তাঁকে মুক্ত করে বিদেশে পাঠানো হবে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারারিস্ট অ্যাসোসিয়েশনের কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জাকির হোসেন, শেখ আমজাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বলেন, তিনি (খালেদা জিয়া) হেঁটে কারাগারে গিয়েছিলেন। কারাগারে চিকিৎসাবিহীন অবস্থায় এবং পিজি হাসপাতালে থাকাকালে তাঁর চিকিৎসা না হওয়ায় আজ তিনি এমন একটা অবস্থায় চলে গেছেন। গত ২৬ দিন ধরে তিনি সিসিইউতে আছেন। তিনি বলেন, আপনারা ৪০১ ধারায় শর্ত দিয়েছেন, খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না। ওই শব্দটা আপনারাই দিয়েছেন, আপনারাই (সরকার) তুলতে পারবেন। আর তো কেউ তুলতে পারবে না। ওই শর্ত তুলে নিন।

সর্বশেষ খবর