বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টেস্ট ক্রিকেটে এ কোন বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। গতকাল ম্যাচের পঞ্চম দিনে ইনিংস ও ৮ রানের পরাজয় স্বীকার করেন মুমিনুল হকরা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ।

মিরপুর টেস্টের দুই দিন বৃষ্টিতে ভেসে গেলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। পাকিস্তান নিজেদের প্রথমে ব্যাটিংয়ে ৪ উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রান করেই অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাজিদ খানের বোলিংয়ের কাছে এবারেও আত্মসমর্পণ করেন মুমিনুলরা। প্রথম ইনিংসে সাজিদ খান মাত্র ৪২ রানে ৮ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে শিকার করেন ৪ উইকেট। দুই ইনিংসে মোট ১২ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান সাজিদ। আবিদ আলি সিরিজসেরার পুরস্কার জিতেছেন। গতকাল পঞ্চম দিনে সাকিব ও মুশফিক বেশ লড়াই করেছেন। ১৩০ বল খেলে সাকিব করেন ৬৩ রান। মুশফিক ১৩৬ বল খেলে করেন ৪৮ রান। তবে মুশফিক রান আউট হলে ড্রয়ের আশাও শেষ হয়ে যায় শেষ বিকালে। অবশ্য লিটন দাসও অনেকটা সময় উইকেটে টিকে ছিলেন। তিনি ৮১ বলে ৪৫ রান করেন। শেষদিকে মেহেদী, তাইজুলরা টপ অর্ডারের মতোই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেন। পাকিস্তানের পক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২টি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি ও হাসান আলি। এছাড়াও ১টি উইকেট শিকার করেন অধিনায়ক বাবর আজম।

সর্বশেষ খবর