রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মানুষের কাছে এখন সভ্যতা ও সাম্যের প্রশ্ন এসেছে

নিজস্ব প্রতিবেদক

মানুষের কাছে এখন সভ্যতা ও সাম্যের প্রশ্ন এসেছে

সিরাজুল ইসলাম চৌধুরী

বরেণ্য শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, পৃথিবী চরম সংকটের মধ্যে চলে এসেছে। এটা করোনাভাইরাস সংক্রমণের সংকট নয়। এটা পুঁজিবাদের সর্বশেষ সংকট। মানুষের কাছে এখন সভ্যতা ও সাম্যের প্রশ্ন এসেছে।

গতকাল মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক আসিফ নজরুল, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মেজর (অব.) মো. হানিফ, হককথা সম্পাদক ইরফান বারী, ডা. নূরুজ্জামান, আক্তার হোসেন প্রমুখ। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মানুষ কি এই পুরনো ব্যবস্থাকে রক্ষা করবে? ব্যক্তিমালিকানার পৃথিবীর যে হাজার বছরের পুরনো ইতিহাস সেই ইতিহাসকে প্রলম্বিত করবে? এটা বোঝা গেছে, এ পথে ধ্বংস অনিবার্য। এখন মানুষকে বলা হচ্ছে অসামাজিক হও। মানুষকে বাঁচার জন্য অসামাজিক হতে হচ্ছে। অন্য মানুষের থেকে দূরে থাকতে হচ্ছে, মুখোশ পরতে হচ্ছে, পরিচয় নিশ্চিহ্ন করতে হচ্ছে। আদিম যুগের অসহায়, একাকিত্ব ও ভীতির যুগে আমাদের ঠেলে দিচ্ছে এই পুঁজিবাদ। মওলানা আবদুল হামিদ খান ভাসানী এসব অনেক আগেই জানতেন। আমরা যত সামাজিক আন্দোলনের দিকে যেতে পারব, তত দ্রুত আমরা মুক্তির দিকে ধাবিত হব। ভাসানীর স্বপ্ন ছিল রাষ্ট্রের সামাজিক মালিকানা। কতিপয়ের নয়, রাষ্ট্র হবে সব মানুষের। তিনি বলেন, মওলানা যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তখনই তিনি জানতেন, এর ভিতরে রয়েছে পুঁজিবাদ। তিনি পুঁজিবাদের লড়াইটাই করছিলেন। আজ এই পৃথিবীতে পুঁজিবাদের চরম সংকট, ফ্যাসিবাদের সংকট দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, মানুষ এই গ্রহে বসবাস করতে পারবে কি না? মানুষ নয় কোনো প্রাণী বসবাস করতে পারবে না। কারণ এই গ্রহের প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। আর এসবের পেছনে রয়েছে পুঁজিবাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর