রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
শ্রমশক্তি পাঠানোর নতুন উদ্যোগ

১৬ ও ১৭ ডিসেম্বর সমঝোতা স্মারক চায় মালয়েশিয়া

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মন্ত্রিসভায় অনুমোদনের পর ১৬ অথবা ১৭ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভান বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদকে লিখিতভাবে চিঠি পাঠিয়ে এই অনুরোধ জানিয়েছে। মালয়েশিয়ার মন্ত্রী চিঠিতে তাদের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

সূত্র জানায়,  বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী নিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত করার অংশ হিসেবে গত ১৩ অক্টোবর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব ভার্চুয়ালি আলোচনা করেছেন। তাদের আলোচনার পর এমওইউতে কয়েকটি বিষয়ে সংশোধন আনা হয়েছে। কয়েক দফায় আদান প্রদানের পর গত ৬ ডিসেম্বর সমঝোতা স্মারকের খসড়ার বিষয়ে দুই পক্ষের মতামত চূড়ান্ত হয়।  ১০ ডিসেম্বর সেই সমঝোতা স্মারকের খসড়াকেই মালয়েশিয়ার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। মালয়েশিয়ার মন্ত্রী এমওইউয়ের খসড়া অনুমোদনের তথ্যও বাংলাদেশের মন্ত্রীকে জানিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদও আশা করছেন এই মাসেই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। মন্ত্রী সিলেটে বলেছেন, আমি তো আশা করেছিলাম আরও এক মাস আগে। তখন যেহেতু হয়নি, এবার হয়ত এ মাসের মধ্যেই একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যেতে পারে। মন্ত্রী জানান, মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমাকে ফোনে জানিয়েছেন। মালয়েশিয়ার মন্ত্রী রাষ্ট্রদূতকে ফোন করে তাদের অনুমোদনের কথা জানিয়েছেন। আমার বিশ্বাস অতীতে মালয়েশিয়াতে যত কর্মসংস্থান হয়েছিল এবার হয়তো আরও বেশি হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর