বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়েছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে, তাকে বিকশিত করতে হবে। ৫০ বছরে এদেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি বিভিন্ন শাসকের হাতে গণতন্ত্রও পর্যুদস্ত হয়েছে। নির্বাচনব্যবস্থার ধ্বংস সাধন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে গতকাল ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারীমুক্তি সংসদের সভানেত্রী হাজেরা সুলতানা, কিশোর রায়, শাহানা ফেরদৌসি লাকী, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ। রাশেদ খান মেনন বলেন, এখন বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে, তেমনি গণতন্ত্রেরও উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটাতে হবে নির্বাচনী ব্যবস্থার। হাজেরা সুলতানা বলেন, সমাজ উন্নয়নে নারীকে অন্তর্ভুক্ত না করে উন্নয়নের ধারাকে টিকিয়ে রাখা যাবে না।

সর্বশেষ খবর