শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টিকা না নিলে শীতে অনেক মৃত্যু

প্রতিদিন ডেস্ক

টিকা না নিলে শীতে অনেক মৃত্যু

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, টিকা না নিলে এবারের শীতে অনেক মৃত্যু ঘটবে। গত বৃহস্পতিবারের এ মন্তব্যে তিনি উল্লেখ করেন, ‘এবারের শীতে আমরা টিকাহীনদের গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর প্রতীক্ষা করছি।’ সূত্র : রয়টার্স, এএফপি। খবরে বলা হয়, বাইডেন সব মার্কিন নাগরিককে ভ্যাকসিন নিতে এবং যারা দুই ডোজ নিয়েছে তাদের বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি  বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যারা ভ্যাকসিন প্রহণ করেনি, তাদের জন্য গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর শীতকাল হতে যাচ্ছে এ বছর।’ তাই যারা টিকার বুস্টার ডোজ নেয়নি এবং এখনো ভ্যাকসিনের প্রথম  ডোজ নেয়নি তাদের জন্য শঙ্কা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, ১ ডিসেম্বর অবধি প্রতিদিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৬ হাজার, যা ডিসেম্বর ১৪ তারিখে এসে ৩৫ শতাংশ বেড়ে হয় ১ লাখ ১৭ হাজার। দ্রুত ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জি-৭ এর স্বাস্থ্যমন্ত্রীরা এ অবস্থাকে জনস্বাস্থ্যের জন্য বৃহত্তম বৈশ্বিক হুমকি বলে দাবি করে বিশ্বব্যাপী সবাইকে সহযোগিতার আহ্বান জানান। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১১৫০ জন। তাই দেশটির জন্য আরেকটি কঠিন শীতকাল আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো সংক্রমণ রোধে অনলাইন ক্লাস এবং পরীক্ষায় ফিরে যাচ্ছে। সপ্তাহের শুরুতেই শতাধিক খেলোয়াড়ের করোনা শনাক্ত হওয়ায় দেশটির জাতীয় ফুটবল লিগ কড়া বিধিনিষেধ আরোপ করেছে। নাট্য সংগঠনগুলো তাদের নাটক ও মহড়া বন্ধ করে দিচ্ছে। হোয়াইট হাউসেও এর প্রভাব দেখা যায়। কয়েক সপ্তাহ আগে জো বাইডেন বলেছিলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চিন্তার কারণ নেই। কিন্তু বৃহস্পতিবার তিনি দৃঢ় কণ্ঠে জানান, যারা ভ্যাকসিন নিয়েছে তাদের বুস্টার ডোজ এবং যারা ভ্যাকসিন  নেয়নি তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়া উচিত।

সর্বশেষ খবর