সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক

সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিকতা

ড. বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্রপতির সংলাপ যদি শুধু নির্বাচন কমিশন নিয়োগের জন্য হয়, তবে অর্থহীন সংলাপ হবে। এ সংলাপ শুধু আনুষ্ঠানিকতা হবে। সংলাপ থেকে ফলপ্রসূ কোনো সমাধান আসবে বলে মনে হয় না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসি নিয়োগে রাষ্ট্রপতির সংলাপে কে কী বলল, তাতে তো কিছু আসে-যায় না। তিনি বলেন, সংবিধানে ৪৮ অনুচ্ছেদের ৩ দফায় বলা আছে ‘এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন’। তাই প্রধানমন্ত্রী যা বলবেন, তাই রাষ্ট্রপতিকে শুনতে হবে। এ সংলাপে শুধু ফটো সেশন আর আপ্যায়ন ছাড়া কিছু হবে না। এ নির্বাচন বিশ্লেষক বলেন, সংলাপের মাধ্যমে একটা রাজনৈতিক সমঝোতা হওয়া দরকার। ভোটাধিকার প্রতিষ্ঠা করাসহ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হওয়া দরকার। ইসি নিয়োগের সংলাপে কীভাবে রাজনৈতিক সমঝোতা হবে? জানতে চাইলে তিনি বলেন, এ জন্য বলা যায় সংলাপ অর্থহীন হবে। এ সংলাপ শুধু আনুষ্ঠানিকতা। এ ছাড়া আর কিছু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমরা অতীতে দেখেছি কীভাবে ইসি নিয়োগ হয়েছে। এ জন্য এ সংলাপেও ভিন্ন কিছু হবে বলে মনে করি না। বিগত দুই নির্বাচন কমিশনের নিয়োগের বিষয়ে তিনি বলেন, ইসির নিয়োগের বিষয়ে প্রশ্ন হচ্ছে, গত দুটি ইসি যে প্রক্রিয়ায় নিয়োগে হলো। তারা (ইসি) আমাদের ভোটাধিকার হরণ করল। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করল। এর দায় কার? এটা নিয়োগ কর্তার, নাকি নিয়োগ প্রাপ্তের। উল্লেখ্য, আজ সোমবার নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ প্রথম দিন সংলাপে যাবে জাতীয় পার্টির আট সদস্যের একটি প্রতিনিধি দল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর