সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবার প্রচেষ্টা জরুরি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবার প্রচেষ্টা জরুরি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সবার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৫ পরবর্তী ২১ বছর বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ পায়নি। তাই আমাদের নিজেদের চেষ্টায় সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ তৈরি করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক, দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, মহাপরিচালক মো. জাকির হোসেন, লিগ্যাল ও প্রসিকিউশন অনুবিভাগের মহাপরিচালক মীর রুহুল আমিন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল নিজেদের অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। স্বাধীনতা অর্জনের ফলে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। আমাদের এখন অ্যাকশনে যেতে হবে। ভিআইপিতন্ত্র দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে। দুর্নীতিবাজদের শাস্তি দিতে না পারলে বৈষম্য দূর করা যাবে না।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, শুধু বক্তৃতা, বিবৃতি দিলে চলবে না, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর