সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাঁকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন। একজন চিকিৎসক জানান, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক প্যারামিটার আপাতত স্থিতিশীল থাকলেও এখনো শঙ্কা কাটেনি। তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ইনজেকশন দিয়ে বন্ধ রাখা হচ্ছে। তবে এটা কত দিন আটকে রাখা যাবে তা বলা মুশকিল। এ ছাড়া অন্যান্য ডায়াবেটিক, খনিজ সমতা ও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। গতকাল দুপুর সোয়া ১টার দিকে তাঁকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। আবার সোয়া ৬টার দিকে সিসিইউতে নিয়ে আসা হয়। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ (গতকাল) খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি কোনোটাই হয়নি। এটাকে স্থিতিশীল বলা যাবে না, অপরিবর্তিত রয়েছে বলা যায়। খালেদা জিয়ার খোঁজখবর রাখতে তাঁর ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি প্রতিদিনই হাসপাতালে যাচ্ছেন। গত ১৩ নভেম্বর  বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর