মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্ষতিকর কনটেন্ট সরানোর নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে এর বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে আইনি নোটিসের পর এবার হাই কোর্টে রিট হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় চার ব্যক্তির পক্ষে এই রিট হয় বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী তাপস কান্তি বল। তিনি জানান, যারা ফেসবুক নিয়ন্ত্রণ করেন, তারা যাতে ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করেন, তার নির্দেশনা চেয়ে রিটটি হয়েছে। রিটকারী চারজন হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, আইনজীবী জর্জ চৌধুরী, ঢাকার বাসিন্দা সেলিম সামাদ ও ভিক্টর রায়। এর আগে গত ১৮ নভেম্বর চার ব্যক্তির পক্ষে রেজিস্ট্রি ডাক ও ই-মেইলে আইনি নোটিস পাঠান আইনজীবী তাপস কান্তি বল। জাকারবার্গ ছাড়াও নোটিসটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে পাঠানো হয়েছিল। গত ১৩ অক্টোবর দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামন্ডপে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন রাখার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়। ফেসবুকে ছড়িয়ে দেওয়া এ ধরনের ভিডিও, অডিও, ছবি পোস্টকে কেন্দ্র করে এর আগেও কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা, ভোলার বোরহান উদ্দিন, সাতক্ষীরা, লালমনিরহাটের পাটগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ খবর