বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
ই-কমার্স মামলা

সাত দিনের মধ্যে তথ্য জানাতে পুলিশকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলার হালনাগাদ তথ্য চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী সাত দিনের মধ্যে এসব তথ্য মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে পুলিশ সদর দফতরকে।

সংশ্লিষ্টরা জানান, চলতি সপ্তাহ থেকে পেমেন্টে গেটওয়েতে ই-কমার্স ভোক্তাদের আটকে থাকা অর্থ ছাড়ের নির্দেশনা থাকলেও মামলা হালনাগাদ তথ্যের অভাবে আবার জটলায় পড়েছে। এ পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় তথ্য চেয়েছে।

গতকাল সচিবালয়ে ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠিত কারিগরি কমিটির বৈঠক শেষে এর সমন্বয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন,  যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই সেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকারের ভিত্তিতে ফেরত দেওয়া হবে। এ কারণেই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জানাতে পুলিশ সদর দফতরকে বলা হয়েছে।

সর্বশেষ খবর