বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
চলন্ত বাসে গণধর্ষণ

চালক রিমান্ডে দুই সহকারী কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে (২১) দলবেঁধে গণধর্ষণের ঘটনায় বাসচালক নুরুল হককে (২১) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অপর দুই আসামি বাসের কন্ডাক্টর শান্ত (১৬) ও হেলপার বুলেটকে (১৪) নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আসামিদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে ধর্ষণের সময় আসামিরা বাসে উচ্চ শব্দে গান ছেড়ে দেয়। যাতে ধর্ষিতা চিৎকার করলেও কেউ শুনতে না পায়। রিমান্ডে বাসচালক নুরুলকে জিজ্ঞাসাবাদ চলছে। ১৯ ডিসেম্বর রাত ১০টায় এক তরুণী রূপগঞ্জের গাউছিয়া যাওয়ার উদ্দেশে ঢাকার যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ টু গাউছিয়া মুক্তিযোদ্ধা পরিবহনে ওঠেন। বাসটি চিটাগাং রোড আসার পর বাসের সব যাত্রী নেমে গেলে ওই তরুণী বাসে একাই রয়ে যান। পরে বাসটি বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাহিন গার্মেন্টের সামনে এলে ওই সময় বাসচালক, কন্ডাক্টর ও হেলপার বাসের মধ্যে উচ্চৈস্বরে গান বাজিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। ওই সময় ধর্ষিতা কৌশলে প্রস্রাব করার কথা বলে বাস থেকে নেমে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ওই তিন ধর্ষককে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার পর রবিবার সকালে ২২ ধারায় আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের বিষয়টি আরও পরিষ্কার হবে।

সর্বশেষ খবর