বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জিয়া ও আকরাম হয়তো অন্য দেশে : স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ব্লগার অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিচার করা হয়েছে। ওই সময় দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটেছিল। তখন নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সব অপতৎপরতা ব্যর্থ করে দেয়। গতকাল বিকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চত্বরে মুক্তিযুুদ্ধের ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিজিৎ হত্যায় জড়িত থাকায় পাঁচজনের মৃত্যুদ- ও একজনের   যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এর মধ্যে দ-প্রাপ্ত পলাতক মেজর জিয়া ও আকরামকে খোঁজা হচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, তারা অন্য কোনো দেশে পালিয়ে রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমদ ও নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মো. আবদুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবদুস সালাম প্রমুখ।

সর্বশেষ খবর