শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শেরেবাংলায় বন্ধ বার্ন ইউনিট দগ্ধরা পাচ্ছেন নামমাত্র চিকিৎসা

রাহাত খান, বরিশাল

শেরেবাংলায় বন্ধ বার্ন ইউনিট দগ্ধরা পাচ্ছেন নামমাত্র চিকিৎসা

২০ মাস ধরে বন্ধ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এ কারণে দক্ষিণাঞ্চলের অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হয়। কিন্তু এ সময় পথেই প্রাণ যায় অনেক মুমূর্ষুর। সবশেষ বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ ৭৪ জনকে ভর্তি করা হয়েছিল বরিশাল শেবাচিম হাসপাতালে। কিন্তু বার্ন ইউনিট বন্ধ থাকায় তাদের নামমাত্র চিকিৎসা দেওয়া হয়। অগ্নিদগ্ধদের স্বজনরা জানান, সার্জারি ওয়ার্ডে দগ্ধদের যথাযথ চিকিৎসা হচ্ছে না। সেখানে আইভি স্যালাইন ও মলম ছাড়া কোনো চিকিৎসা নেই। দক্ষিণাঞ্চলের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিট ২০ মাস ধরে বন্ধ থাকায় অগ্নিদগ্ধরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। তারা অবিলম্বে শেবাচিমের বার্ন ইউনিট চালুর দাবি জানান। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে বার্ন ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। চিকিৎসক পদায়ন করা হলেই শেবাচিমের বার্ন ইউনিট চালু করা হবে।’ বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, ‘একনেকের বৈঠকে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিট পাস হয়েছে। বরিশালে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আগামী এক বছরের মধ্যে এ হাসপাতালের কাজ শুরু হবে।’

সর্বশেষ খবর