শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আমরা শুধু স্বাধীনতা পেয়েছি মুক্তি পাইনি

নিজস্ব প্রতিবেদক

আমরা শুধু স্বাধীনতা পেয়েছি মুক্তি পাইনি

রেহমান সোবহান

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ডাকে আমরা শুধু স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি আজও পাইনি। স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের গণতন্ত্র, অর্থনীতি ও সমাজব্যবস্থা পরাধীন হয়ে আছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত বাংলাদেশ অর্থনীতি সমিতির ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

রেহমান সোবহান বলেন, এখনো আমরা অন্যায্য সরকার ব্যবস্থার মধ্যে রয়েছি। শাসন পদ্ধতি ন্যায়সঙ্গত নয়। পুরো ব্যবস্থায় একটি অন্যায্য সংস্কৃতি তৈরি হয়েছে। অর্থনীতিতেও তা প্রকট। ব্যাংক ব্যবস্থায় খেলাপি সংস্কৃতি তৈরি হয়েছে। সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। সরকারি ভূমি ব্যবস্থা ঠিক নেই। দরিদ্র মানুষের খাস জমি বড় প্রতিষ্ঠানগুলো দখল করে রয়েছে। প্রান্তিক মানুষ সেই সুফল পাচ্ছে না, যেটা তাদের পাওয়ার কথা ছিল। তিনি বলেন, একটি সঠিক বণ্টন ন্যায্যতা সৃষ্টি করতে হবে। যেমন- কৃষক পণ্য উৎপাদন করে কিছুই পাচ্ছেন না। আর যারা কিছুই করছে না তারা ভোগ করছে প্রচুর। বাজার অর্থনীতিতে প্রচুর বৈষম্য রয়েছে। এই বাজার ব্যবস্থাকে  ঢেলে সাজাতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর