রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জনস্বার্থ উপেক্ষিত পরিবহন খাতে

নিজস্ব প্রতিবেদক

জনস্বার্থ উপেক্ষিত পরিবহন খাতে

ড. হোসেন জিল্লুর রহমান

বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, অর্থনীতির বিকাশের সঙ্গে সবচেয়ে বেশি যে খাতের কলেবর বেড়েছে তা হলো পরিবহন খাত। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, পরিবহন খাতে- তা সড়ক পথেই হোক, বা নৌ পথেই হোক- ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের প্রবল প্রাধান্যে জনস্বার্থ ভয়ানকভাবে উপেক্ষিত। যেন অনিয়ম দেখার কেউ নেই, ঠিক করা তো দূরের কথা। তাই এই লঞ্চ, ফেরি ট্র্যাজেডির মতো দুর্ঘটনা বারবার ঘটছে। চলছে  চলুক- এই মানসিকতা থেকে বের না হলে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে না। এটি যেমন মালিক পক্ষের জন্য প্রযোজ্য, নিয়ম পালন দেখভালের দায়িত্বপ্রাপ্তদের বেলায় আরও বেশি প্রযোজ্য। যাত্রী-সতর্কতা এবং সচেতনতাও জরুরি। তিনি বলেন, পরিবহন খাতের নানা দুর্ঘটনায় মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।  অর্থনৈতিক ক্ষতিও অনেক বেশি। একেকটি ঘটনা ঘটে অথচ সেগুলোর তেমন কোনো সুরাহা হয় না। ফলে বারবার একই রকম ঘটনা ঘটে। এখানে সব পক্ষেরই দায় আছে। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সড়ক, নৌ, রেল, বিমান পরিবহনের সব খাতেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এখানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে হবে। সর্বোপরি যে কোনো একটা ঘটনা ঘটে গেলে তার সুষ্ঠু তদন্ত ও সমাধান হতে হবে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

সর্বশেষ খবর