মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় ধর্ষণের শিকার হন ওই নারী : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

চাঁদা না দেওয়ায় ধর্ষণের শিকার হন ওই নারী : র‌্যাব

গ্রেফতার প্রধান আসামি আশিক

কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণের হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। হৃদরোগে আক্রান্ত আট মাসের শিশু সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। এ টাকা জোগাড় করতে স্বামী-সন্তানসহ পর্যটননগর কক্সবাজারে যান ভুক্তভোগী ওই নারী। দেশি-বিদেশি পর্যটকদের কাছ থেকে অর্থ জোগানোর  বিষয়টি    জেনে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন গ্রেফতার আশিক ও তার সহযোগীরা। ওই চাঁদা না দেওয়ায় ধর্ষণের শিকার হন ওই নারী। গতকাল বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২২ ডিসেম্বর রাতে কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন। চাঁদার টাকা না পেয়ে ওই নারীকে সুগন্ধা সৈকত থেকে জিম্মি করে সিএনজিচালিত অটোরিকশায় নেওয়া হয় একটি চায়ের দোকানে। সেখান থেকে জিয়া গেস্ট ইন হোটেলে নিয়ে সৈকত এলাকার আশিকসহ অপরাধী চক্রের সদস্যরা ধর্ষণ করেন। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, কক্সবাজারে নারীকে দলবদ্ধ ধর্ষণের এক দিন আগে সৈকতে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে আশিকের পরিচয় হয়। সন্তানের চিকিৎসার জন্য পর্যটকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে আশিকদের নজরে পড়েন ওই নারী। তাকে অপহরণের পর তার স্বামী র‌্যাব-১৫-এর কাছে উদ্ধারে সহায়তা চান। র‌্যাব তার স্বামীকে নিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ২৩ ডিসেম্বর রাতে জিম্মি করার সহযোগিতার অভিযোগে জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেফতার করে র‌্যাব। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৮ ও ১৫-এর অভিযানে মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়।

তিন আসামি দুই দিনের রিমান্ডে : কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামীমুন তানজিন এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল হুদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছে। উল্লেখ্য, গত বুধবার রাতে শহরের সন্ত্রাসী আশিক ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে র‌্যাব অভিযান চালিয়ে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইন থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে।

সর্বশেষ খবর