বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভোটে জনগণের আস্থা ফেরাতে হবে

মুহাম্মদ ছহুল হোসাইন

ভোটে জনগণের আস্থা ফেরাতে হবে

সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, দিন দিন নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। তাই দেশ ও গণতন্ত্র বাঁচাতে হলে একটি শক্তিশালী ইসি গঠন করে ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে। একাদশ সংসদ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ প্রতিদিনের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ নেই। এখন যাদের ভোট কেন্দ্রে নেওয়া হয় তারাই শুধু ভোট দিতে যায়। মানুষ বলে নির্বাচন তো আর হয় না। এ ধারণা মানুষের মন থেকে অবশ্যই সরাতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে। দেশ ও গণতন্ত্র বাঁচাতে হলে একটি শক্তিশালী ইসি গঠন করে ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে। ছহুল হোসাইন বলেন, জনগণ আশা করে সব নির্বাচন নিরপেক্ষ হবে। মানুষ নিশ্চিন্তে কেন্দ্রে যাবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে বাড়িতে আসবে। কিন্তু দেখা যাচ্ছে, নির্বাচন সেভাবে হচ্ছে না। এ নির্বাচন নির্বাচনের মতো হচ্ছে না, দিন দিন নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের গণ্ডগোল, হতাহত হচ্ছে। নির্বাচন নিয়ে মানুষের সন্দেহ কীভাবে দূর করা যায় তা সবাইকে ভাবা উচিত। এখন তো নির্বাচন বিভিন্ন দিক থেকে মানুষের কাছে অনিশ্চয়তার ব্যাপার হয়ে গেছে। তিনি বলেন, দলীয় মনোনয়ন দেওয়া নিয়েও সমস্যা দেখা যাচ্ছে। এই যে এত লোক নির্বাচনে হেরে যাচ্ছেন। এর কারণ হচ্ছে মাঠের খবর পাচ্ছে না কেন্দ্র। যোগ্য লোক মনোনয়ন পাচ্ছে না। তিনি বলেন, বর্তমান নির্বাচনে মানুষ সন্তুষ্ট হচ্ছে না। এগুলো নিয়ে সবাইকে ভাবতে হবে। শক্ত একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। সরকারকে অবশ্যই নিরপেক্ষভাবে সঠিক নির্বাচন করতে হবে। তেমনি প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। কেউ যদি ষড়যন্ত্র করে তবে শুধু নির্বাচন নষ্ট নয়, গণতন্ত্র নষ্ট হয়ে যাবে।

সর্বশেষ খবর