বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সত্যিকার বিরোধী দল নেই

বদিউল আলম মজুমদার

সত্যিকার বিরোধী দল নেই

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদ তো বৈধ। এটা লিগ্যাল। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। সংসদে যখন বিরোধী দল থাকে না তখন তো তার কার্যকারিতা থাকার প্রশ্নই আসে না। একাদশ সংসদ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ প্রতিদিনের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, সংসদে সত্যিকার কোনো বিরোধী দল নেই। বিরোধী দল না থাকায় সরকারের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত হচ্ছে না। এটা অর্থহীন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এই নির্বাচন বিশ্লেষক বলেন, তথাকথিত যে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে তার লেজিটিম্যাসি নিয়ে প্রশ্ন রয়েছে। এটা অকার্যকর সংসদ। তিনি বলেন, কিছু কিছু সংসদ সদস্য স্থানীয় পর্যায়ে জমিদারি সৃষ্টি করেছেন। আমাদের রাজনীতি কলুষিত হয়েছে। সংসদ সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই সোনার হরিণ পেয়েছেন। এই সোনার হরিণ ব্যবহার করে তারা আখের গোছাচ্ছেন। অন্যায় করছেন, যার কোনো প্রতিকার নেই। আমাদের কিছু কিছু সংসদ সদস্য বেশামাল। তিনি বলেন, ‘প্রথমত রাজনীতি আমাদের জনস্বার্থে করতে হবে। রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি এখন আখের গোছানোর জন্য। তবে এর পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে মানুষের সত্যিকার প্রতিনিধি নিয়ে, যারা মানুষের কল্যাণে কাজ করবে তাদের নিয়ে সংসদ গঠন করতে হবে। আমাদের পুরো ব্যবস্থা সংস্কার করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব নিয়ে সংসদ গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, এসব সংস্কারে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভূমিকা রাখতে পারে। এজন্য নির্বাচন কমিশনে পরিচ্ছন্ন ব্যক্তিদের নিযোগ দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর