বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

অর্থ পাচার ঠেকাতে নীতিমালা করুন

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার ঠেকাতে নীতিমালা করুন

বিদেশিদের আয় নিজ দেশে পাঠানোর সুযোগ প্রদানের সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে বিদেশি কর্মী নিয়োগে নৈরাজ্য দূর করতে একটি সমন্বিত কৌশলগত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক গত বছরে প্রকাশিত ‘বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের সূত্র ধরে গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে বিভিন্ন খাতে কাজ করা বিদেশি কর্মীর বড় অংশই দেশে অবৈধভাবে কাজ করেন এবং অর্জিত আয় হুন্ডির মাধ্যমে নিজ দেশে পাঠান, যার ন্যূনতম বার্ষিক পরিমাণ ২৬ হাজার কোটি টাকার অধিক। এতে কর ফাঁকির কারণে বার্ষিক রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। তবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত সুযোগ গ্রহণ করে বিদেশি কর্মীরা যদি তাদের অর্জিত অর্থ বৈধ পথে নিজ দেশে পাঠান তা হলেই কেবল এ সিদ্ধান্তের ইতিবাচক ফল আশা করা যেতে পারে। অন্যথায় অন্য অনেক ক্ষেত্রের মতো এ প্রজ্ঞাপনও একটি কাগুজে সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হবে।

সর্বশেষ খবর