শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কেউ পাস করবে না এমন প্রতিষ্ঠান থাকবে না

নিজস্ব প্রতিবেদক

কেউ পাস করবে না এমন প্রতিষ্ঠান থাকবে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেউ পাস করবে না এমন শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অনেক জায়গায় অর্থনৈতিক নানা কারণ থাকে, হয়তো প্রতিষ্ঠানের অবস্থা একেবারেই ভালো নয় বা অন্য কিছু। যে কারণই  থাকুক আমরা কারণগুলো খুঁজে বের করে সেগুলো দূর করবার চেষ্টা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। সবাই উত্তীর্ণ হলে আরও ভালো হতো। আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা নেওয়া হয়নি এবার। পরীক্ষার্থীরা জেএসসিতে যে নম্বর পেয়েছিল এসএসসিতে সেই নম্বরই দেওয়া হয়েছে। ফলাফলের ক্ষেত্রে এভাবেই সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসেই তারা পড়াশোনা করছে। মন্ত্রী বলেন, যদি বর্তমান করোনা পরিস্থিতি খারাপের দিকে না যায়, তাহলে আমরা বছরের মাঝামাঝি এসএসসি এবং তার পরপরই এইচএসসি পরীক্ষা নেব। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। জানুয়ারি-ফেব্রুয়ারির পর আমরা অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারব যে, শুধুই নৈর্ব্যচনিক বিষয়ে পরীক্ষা নেব নাকি সবগুলো বিষয়েই পরীক্ষা নেওয়া হবে। সবগুলো বিষয়ে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তবে নৈর্ব্যচনিক বিষয়ে নেওয়া হবে।

সর্বশেষ খবর