শনিবার, ১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনামুক্ত বিশ্ব চাই

রেজওয়ানা চৌধুরী বন্যা

নিজস্ব প্রতিবেদক

করোনামুক্ত বিশ্ব চাই

উপমহাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন, নতুন বছরে করোনামুক্ত বিশ্ব চান তিনি। সংগীতে বাংলাদেশ ও ভারতে সমানভাবে সমাদৃত এই গুণী শিল্পী বলেন, ‘করোনার কারণে পুরো বিশ্ব আজ বিচ্ছিন্ন। ভয়ে কেউ কারও সঙ্গে দেখা করছেন না, হাত মেলাচ্ছেন না। কেমন একটা বিচ্ছিন্ন মানব গোষ্ঠীতে পরিণত হচ্ছি আমরা। একের পর এক নতুন নতুন করোনা ভ্যারিয়েন্ট মানব জাতিকে কুপোকাত করে চলেছে। এসব আর ভালো লাগছে না। আমরা সবাই একটি করোনামুক্ত বিশ্ব চাই।’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত এই শিল্পীর কাছে জানতে চাওয়া হয় নতুন বছরে কেমন বাংলাদেশ তিনি দেখতে চান? উত্তরে বন্যা বলেন, ‘বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই এগিয়ে যাক। এখন আমরা যখন বিদেশে কোনো কাজে যাই, তারা যখন বলে তোমাদের দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে- শুনতে ভালো লাগে। আমি চাই মানুষের মধ্যে বেশি বেশি ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হোক। সুস্থ ও সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ ঘটুক। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজগুলো করে যেতে হবে।’ দেশের তরুণ প্রজন্মের গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গান তো আনন্দের বিষয়, আত্মার খোরাক। যারা গান করেন তারা নিশ্চয় গানের প্রতি ভালোবাসা থেকেই করেন। গানের প্রতি ভালোবাসা মানে গানকে শুধু ব্যবহার করা নয়, গানের প্রতি ভালোবাসা মানে গানের প্রতি নিষ্ঠা, গানের প্রতি সৎ থাকা, গানের জন্য সাধনার সঙ্গে থাকা। এ বিষয়গুলো ভালোবাসা আরও গভীর করবে। তরুণ প্রজন্মের প্রতি এ-ই আমার আহ্বান।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর