রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নিউজিল্যান্ড টেস্ট প্রথম দিন

সমানে সমান লড়াই

ক্রীড়া প্রতিবেদক

সমানে সমান লড়াই

নতুন বছরের প্রথম দিনেই টেস্ট খেলছেন মুমিনুল হকরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্ট খেলছেন মুমিনুলরা। টেস্টের প্রথম দিনটি ছিল দুই দলেরই সমানে সমান। স্বাগতিক নিউজিল্যান্ড ২৫৮ রান করেছে। আবার টাইগাররা তুলে নিয়েছে ৫ উইকেট। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন স্পষ্ট করবে কতদূর যাবে স্বাগতিক দল। একই সঙ্গে বোঝা যাবে কত কম স্কোরে প্রতিপক্ষকে আটকে রাখবে মুমিনুল বাহিনী। প্রথম দিন দারুণ বোলিং করেছেন টাইগাররা বোলাররা। বিশেষ করে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁ হাতি পেসার শরীফুল ইসলাম। প্রতিপক্ষ টাইগার বোলারদের সাঁড়াশি বোলিংয়ের বিপক্ষে চতুর্থ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডেভন কনওয়ে। আউট হন ১২২ রানে। বাংলাদেশ ২০০১ সাল থেকে গত দুই দশকে ৯টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ডে। গতকাল ১০ নম্বর টেস্ট খেলতে নামেন মুমিনুলরা। এই প্রথম সাদা পোশাকে, লাল বলে মাউন্ট মঙ্গানুইয়ে খেলছে টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে চতুর্থ ওভারের তৃতীয় বলে প্রথম আঘাত হানে প্রতিপক্ষ শিবিরে। শরীফুলের সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি হন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় উইকেট জুটিতে উইল ইয়ং ও কনওয়ে ১৩৮ রান যোগ করে বিচ্ছিন্ন হন। ৪৯ ওভারের তৃতীয় বলে রান আউট হন ইয়ং ব্যক্তিগত ৫২ রানে। এরপর কনওয়ে জুটি বাঁধেন ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা রস টেইলরের সঙ্গে। দুজনে যোগ করেন ৫০ রান। ভালো খেলতে থাকা টেইলর ব্যক্তিগত ৩১ রানে আউট হন শরীফুলের বলে। ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়কের বিদায়ের পর কনওয়ে সাজঘরে ফিরেন দলীয় ৭৯.১ ওভারে। টাইগার অধিনায়ক মুমিনুলের  লে আউট হওয়ার আগে ১২২ রান করেন কনওয়ে। ২২৭ বলের ইনিংসটিতে ছিল ১৬ চার ও ১ ছক্কা। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স যাচ্ছেতাই। আগের ৯ টেস্টেও পাঁচটিতে ইনিংস হার, দুটি ৯ উইকেটে, একটি ৭ উইকেট ও অন্যটি ৩ উইকেট এবং ১২১ রানে। মাউন্ট মঙ্গানুইয়ের টেস্টে কেমন করবে, আজই পরিষ্কার হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর