রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অর্থহীন সংলাপে অংশ নেব না

নিজস্ব প্রতিবেদক

অর্থহীন সংলাপে অংশ নেব না

নির্বাচন কমিশন গঠনে (ইসি) রাষ্ট্রপতি আবদুল হামিদের চলমান সংলাপকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে সংলাপে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ২০১২ ও ২০১৭ সালে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছিলাম। কিন্তু আমরা চরমভাবে হতাশ হয়েছি। গত দুই ইসির অধীনে যে দুটি জাতীয় নির্বাচন হয়েছে এগুলো ছিল বিতর্কিত ও জালিয়াতিতে পূর্ণ। চরমোনাই পীর বলেন, ইসির নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এসব কলঙ্কময় নির্বাচনের দায়ে তারই গঠিত কমিশনকে কোনোরকম জবাবদিহিতার আওতায় আনেননি। কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে আমাদের কাছে অর্থহীন বলে মনে হয়। জনআকাক্সক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না। ইসলামী আন্দোলন ইসি গঠনের জন্য আইন প্রণয়ন, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন, নির্বাচনে অসততা ও পক্ষপাতের জন্য ইসি সদস্যদের অপসারণের ব্যবস্থাসহ প্রভৃতি প্রস্তাব দিয়েছে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর