সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দিনটি ছিল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

দিনটি ছিল বাংলাদেশের

মাউন্ট মঙ্গানুইয়ের টেস্টের প্রথম দিনের লড়াই ছিল সমানে সমান। দিনের প্রথম দুই সেসন ছিল নিউজিল্যান্ডের। সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে। তৃতীয় সেসন টাইগার বোলারদের। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম দিনের পর গতকাল দ্বিতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের। দিনের প্রথম সেসনে আধিপত্য ছিল মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামদের। দ্বিতীয় সেশন মাহামুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলামদের। প্রথম দিন নিউজিল্যান্ড শেষ করেছিল ৮৭.৩ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান তুলে। গতকাল প্রথম সেসনেই স্বাগতিকদের ৩২৮ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। হেনরি নিকোলসের দৃঢ়তায় গতকাল আরও ১৯.৪ ওভার ব্যাটিংয়ে স্কোর বোর্ডে ৭০ রান যোগ করে ব্ল্যাকক্যাপসরা। বিপরীতে নতুন বছরে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নেমে দারুণ দিন কাটিয়েছে টাইগার ব্যাটাররা। দুই তরুণ মাহমুদুল ও নাজমুলের দৃঢ়তায় ধীরলয়ে ব্যাট চালিয়ে ৬৭ ওভারে ২ উইকেটে ১৭৫ রানে দিন পার করেছে বাংলাদেশ।

মাহামুদুল ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন। টিম সাউদি, ট্রেন্ট বুল্ট, নেইল ওয়েগনার, কাইরি জেমিসনের গতি, সুইং ও বাউন্সের বিপরীতে দৃঢ়তার পরিচয় দিয়ে ৭০ রানে অপরাজিত রয়েছেন মাহামুদুল। অবশ্য দুই ওপেনার সাদমান ও মাহামুদুল ৪৩ রান যোগ করে একটি ভিত দেন দলকে। সেই ভিতে দাঁড়িয়ে দ্বিতীয় উইকেট জুটিতে মাহামুদুল-নাজমুল ১০৪ রান যোগ করেন। নাজমুল ৬৪ রান করে ওয়েগনারের দ্বিতীয় শিকারে পরিণত হন আলগা শটে। ১০৯ বলের ইনিংসে ছিল ৭ চার ও একটি ছক্কা। নাজমুলের বিদায়ের পর মাহামুদুল দিন পার করেন অধিনায়ক মুমিনুলকে নিয়ে। মাহামুদুল ৭০ রানের অপরাজিত থাকেন ২১১ বলে ৭ চারে। মুমিনুল ব্যাট করছেন ৮ রানে। তবে দিনের শুরুতে দুই স্পিনার দারুণ বোলিং করেছেন। স্বাগতিকদের ৫ উইকেটের তিনটিই নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মুমিনুল ও শরিফুল। ভালো বোলিং করেও উইকেটশূন্য ছিলেন তাসকিন। মিরাজ ৮৬ রানে ৩, শরিফুল ৬৯ রানে ৩ ও মুমিনুল ৬ রানের খরচে ২ উইকেট নেন। টাইগার অধিনায়কের দুটি উইকেটই গুরুত্বপূর্ণ। একটি ১২২ রানে ইনিংস খেলা কনওয়ের ও অন্যটি ৭৫ রানের ইনিংস হাঁকানো হেনরি নিকোলসের।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর