সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সীমান্তে বাংলাদেশি খুন, এলোপাতাড়ি গুলির চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে গত শনিবার ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত লুকেশ রায়ের (৩৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ জানিয়েছে, তার শরীরে এলোপাতাড়ি গুলির চিহ্ন পাওয়া গেছে। ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতেই লুকেশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত লুকেশ রায় কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে। ময়নাতদন্ত শেষে গতকাল তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট তৈরির সময় লুকেশের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। লুকেশের সঙ্গে গুলিবিদ্ধ হয়েছিলেন শৈলেন কন্দ নামের আরেকজন। শৈলেন কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। সুরতহাল রিপোর্ট তৈরির সময় উপস্থিত থাকা এক পুলিশ সদস্য জানান, নিহত লুকেশের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন ছিল। এর মধ্যে কোমরের নিচে ও যৌনাঙ্গে মারাত্মক আঘাত ছিল।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় বিজিবির সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশ থেকে লুকেশ রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সর্বশেষ খবর