বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন করে তফসিল না দেওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছেন, ‘দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, মানে নতুন ভ্যারিয়েন্ট আছে। তবে কোন ধরন ছড়াচ্ছে, সেটার পেছনে না ছুটে এখনই সবার সতর্ক হওয়া উচিত। সংক্রমণ যেন আবারও দ্রুত না ছড়ায় এবং তা মহামারি আকার ধারণ করতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে নতুন তফসিল না দেওয়ার অনুরোধ জানাই।’ রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক সরকারও। তাই সংক্রমণ রোধে নতুন করে আর কোনো নির্বাচনের তফসিল না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত হবে পরিস্থিতি বুঝে আর কোনো তফসিল ঘোষণা না করা। যেখানে নির্বাচন হচ্ছে সেখানে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। এক-দুই মাস নিয়ম মেনে চললে বছরের বাকি সময়গুলো ভালো থাকা যাবে। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই’।

সর্বশেষ খবর