বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মার্কিন নিরাপত্তা অনুদান পেতে সম্মতিপত্র দিতে সময় চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা অনুদান অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের জন্য সম্মতিপত্র পাঠাতে দ্বিতীয় দফায় সময় চেয়েছে বাংলাদেশ। এ জন্য ইতিমধ্যেই ঢাকার মার্কিন দূতাবাসে এ সংক্রান্ত নোট ভারবাল পাঠানো হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছিল বাংলাদেশ। এবার সময় বাড়ানোর ক্ষেত্রে কোনো নির্ধারিত সময়ক্ষণ উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর জানিয়েছে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থানের অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে আগ্রহী দেশকে প্রাপ্ত অর্থ কোথায় ব্যয় হয় তা জানানোর শর্ত মেনে চলতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘লেহি আইন’ অনুসরণ করা হবে। এর আওতায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ কোনো সংস্থা, বাহিনী বা ইউনিটের কাছে মার্কিন অনুদান বা সহায়তা পৌঁছাবে না, সে বিষয়েও নিশ্চয়তা দিতে হবে অনুদান গ্রহণকারী দেশকে। এমন পরিপ্রেক্ষিতে মার্কিন অনুদানপ্রাপ্তি অব্যাহত রাখতে চাইলে নতুন করে সম্মতিপত্র দেওয়ার জন্য গত ১ ডিসেম্বর বাংলাদেশকে চিঠিও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে ১৫ ডিসেম্বরের মধ্যে সম্মতিপত্র পাঠানোর কথা বলা হয়। পরে বাংলাদেশের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করতে একটু সময় লাগছে। যার জন্য দ্বিতীয় দফায় মার্কিন দূতাবাসে নোট ভারবাল পাঠিয়ে সময় চাওয়া হয়েছে। তবে খুব শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সম্মতিপত্র পাঠানো হবে। গত ২৮ ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর জন্য মার্কিন অনুদান বিষয়ক লিহে চুক্তির বিষয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, মার্কিন অনুদান পেতে সম্মতিপত্র পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের রক্ষাকবচ বা নিরাপত্তা বেষ্টনী ঠিক রেখেই সামনে এগোবে। আমাদের নিজেদের বেসিক যেসব প্রিন্সিপাল আছে তার ভিত্তিতে সার্বিকভাবে আমাদের ল’ অ্যান্ড এনফোর্সমেন্টের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের যে এনগেজমেন্টগুলো আছে সেগুলোর সঙ্গে সাংঘর্ষিক কি-না, বিষয়গুলা আমরা দেখছি।

 

সর্বশেষ খবর