শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

টাইগারদের চোখ এখন দ্বিতীয় টেস্টে

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের চোখ এখন দ্বিতীয় টেস্টে

ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাউন্ট মঙ্গানুইয়ে ক্রিকেটের রূপকথা লিখেছে বাংলাদেশ। দুই দশকের প্রচেষ্টায় নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারানোর উদ্ভাসিত আনন্দে ভেসেছেন মুমিনুলরা। ২০০১ সাল থেকে নিউজিল্যান্ডে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে কখনো জয়ের স্বাদ পায়নি। ৩৩ নম্বর ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে। তাসমান পাড়ের দেশটিতে ১০ নম্বর টেস্ট খেলতে নেমে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় ১২৭ টেস্টে ১৬ নম্বর এবং দেশের বাইরে ৬১ টেস্টে ৬ নম্বর। মাউন্ট মঙ্গানুই টেস্টের আত্মবিশ্বাস নিয়ে মুমিনুল বাহিনী গতকাল পা রেখেছেন ক্রাইস্টচার্চে। এই শহরের হ্যাগলি পার্ক ওভালে নিউজিল্যান্ড সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়টি খেলবে ৯-১৩ জানুয়ারি। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমটি ৮ উইকেটে জিতে এগিয়ে গেছে সিরিজে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৬টি। ১ জয়ের বিপক্ষে হার ১২টি এবং ড্র ৩টি। তাসমান সাগর পাড়ের দেশটিতে ১০ টেস্ট খেলে ৯ হারের বিপরীতে জয় একটি। এই জয় আবার বিদেশের মাটিতে যে কোনো দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয়। নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ৪টি টেস্ট খেলেছে রাজধানী ওয়েলিংটনে। ৩টি হ্যামিল্টন এবং একটি করে ক্রাইস্টচার্চ, ডুনেডিন ও মাউন্ট মঙ্গানুইয়ে। ক্রাইস্টচার্চে ২০১৭ সালের জানুয়ারিতে একমাত্র টেস্টটি খেলেছিল। তবে ২০১৯ সালের মার্চে আরও একটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু সন্ত্রাসী হামলায় তা বাতিল হয়ে যায়। টেস্ট শুরুর আগের দিন সন্ত্রাসীরা মসজিদে হামলা চালিয়েছিল। এরপরই বাতিল হয়ে যায় টেস্টটি। চার বছর আগে যে টেস্টটি খেলেছিল বাংলাদেশ, সেটা হেরেছিল ৯ উইকেটে। ওই টেস্ট খেলার অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটার চলতি সফরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ। প্রথমে ব্যাট করে টাইগারদের সংগ্রহ ছিল ২৮৯ রান। জবাবে ব্ল্যাকক্যাপসরা সংগ্রহ করেছিল ৩৫৪ রান। ৬৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ১৭৩ রান। স্বাগতিকদের টার্গেট দেয় ১০৯ রান। সেটা টপকে যায় নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে। আগামী রবিবার (৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক ওভালে মুমিনুলরা খেলতে নামবেন সিরিজ জয়ের টার্গেটে।

সর্বশেষ খবর