রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনার সরকারি পরিসংখ্যান দরকার

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনার সরকারি পরিসংখ্যান দরকার

ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সরকারি উদ্যোগে প্রকাশের দাবি জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, সরকারি উদ্যোগে এই পরিসংখ্যান প্রকাশ করলে জনগণ সড়কের প্রকৃত অবস্থা জানতে পারত। ইদানীং অনেকেই নিজেদের মতো করে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরছে। যেখানে তথ্য-উপাত্তে নানা মত প্রকাশ পায়। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ২০২১ সালের সড়ক দুর্ঘটনা নিয়ে নিজের সংগঠনের পরিসংখ্যান তুলে ধরার সময় এ কথা বলেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে গত দুই বছর অনেকটা সময় গাড়ি চলাচল সীমিত থাকলেও সড়কে দুর্ঘটনা ছিল বেশি। ২০২১ সালটিও ছিল করোনাভাইরাসের মহামারির বছর। প্রায় ছয় মাস জরুরি যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে সড়ক দুর্ঘটনা আরও কম হওয়ার কথা ছিল। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। ২০২১ সালে সড়ক, নৌ ও রেলপথে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনা ঘটেছে। ২০২০ সালে ৪ হাজার ৯২টি ও ২০১৯ সালে ৪ হাজার ৭০২টি দুর্ঘটনা ঘটে। গত বছর ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনার মধ্যে সড়ক দুর্ঘটনা ছিল ৩ হাজার ৭৯৩টি। সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সড়কপথে সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে নসিমন, করিমন, পিকআপ, সিএনজি ও অটোরিকশার মাধ্যমে। এরপরই সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে  মোটরসাইকেলে। সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে সড়ককে নিরাপদ করার আন্দোলন শুরু করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামের সংগঠন। সেই সংগঠনের করা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১২ সাল থেকে আমাদের সংগঠন নিয়মিত সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে আসছে। বারবার বলা সত্ত্বেও দেশের সড়ক দুর্ঘটনা নিয়ে ডাটা সেন্টার করা হচ্ছে না। তাই সড়ক দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান কেউ দিতে পারছে না। তবু আমরা তৈরি করছি। গত দুই বছরে সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য নিসচা যে কারণগুলো চিহ্নিত করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির অভাব, টাস্কফোর্সের ১১১টি সুপারিশ বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা, দৈনিক চুক্তিভিক্তিক গাড়ি চালনা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়কে নির্মাণ ত্রুটি ইত্যাদি। পরিবহন খাতের  নেতৃত্বে পরিবর্তন না হলে সারা দেশে সড়ক দুর্ঘটনার চিত্র বদলাবে না বলেও মন্তব্য করেন ইলিয়াস কাঞ্চন।

সর্বশেষ খবর