রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাপ্তান বাজারে আগুন, একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাপ্তান বাজারে দোকানে আগুনের ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তার নাম ইয়াসিন (২১)। তিনি দোকান কর্মচারী ছিলেন। গতকাল ভোর পৌনে ৫টায় কসাইপট্টির দোকানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পাইকারি এ বাজারের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, মার্কেটের দোতলায় ডাম্পিংয়ের সময় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে আসুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস ছাড়াও র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকতা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। স্থানীয়রা বলছেন, ঘুমন্ত অবস্থায় ইয়াসিন আগুনে পুড়ে মারা যান। আগুন লাগার পর পর কাপ্তান বাজার সংলগ্ন বিসিসি রোডের আবাসিক এলাকার লোকজন ভয়ে বাসাবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। প্রতিটি দোকানে লাখ লাখ টাকার মালামাল ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানদার তাদের দোকানের মালামাল বের করতে পারেননি।

সর্বশেষ খবর