রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে প্রকাশ্যে গুলি আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ এলাকায় প্রকাশ্য গুলি ও হামলায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন- আরিফ হোসেন, মো. খোকন ও ইউনুস। এদের মধ্যে আরিফ ও খোকন গুলিবিদ্ধ। আহতরা সবাই রিকশা ব্যবসায়ী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রায়েরবাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলছে, রিকশার গ্যারেজ দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলি ও হামলায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আরিফ হোসেন জানান, ‘রায়েরবাজার সাদেক খান রোডে সচিব গলিতে একটি গ্যারেজে আমার  বেশ কয়েকটি রিকশা থাকে। ওই জায়গার মালিক আমেরিকা প্রবাসী। গ্যারেজের জায়গাটি দখলের জন্য এর আগে ওই এলাকার মাসুদ, নজরুলসহ ৫/৬ জন গ্যারেজে এসে রিকশা বের করতে বলেন। আমরা তাদের কাছে কয়েকদিন সময় চেয়েছিলাম। শনিবার মাসুদ, নজরুলসহ ২০/২৫ জন এসে আমাদের মারধর করেন। এদের মধ্যে কয়েকজন এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান। এতে আমরা গুলিবিদ্ধ হই।’ আহতদের সঙ্গে আসা বেশ কয়েকজন জানান, রিকশার গ্যারেজটি ২০ কাঠা জমির ওপর। এর মালিক আমেরিকা প্রবাসী। সেখানে স্থানীয় কয়েকজন মিলে রিকশার গ্যারেজ তৈরি করে রেখেছেন। সেখানে ১৫০/২০০ রিকশা থাকত। তার দায়িত্বে ছিলেন সাদু ও লিটন নামে দুই ব্যক্তি। এদের তুলে দিতে স্থানীয় মাসুদসহ কয়েকজন দায়িত্ব নেন। এ কারণেই গোলাগুলির ঘটনা ঘটেছে। ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের এসি আবদুল্লাহ আল মাসুম বলেন, আরিফের বাম পায়ে ও খোকনের পেটে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর