সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাদের বাড়িতে অভিযান আইন প্রয়োগকারী সংস্থার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ও আহমেদ কাউসারের বাড়িতে শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় রিয়াদের মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টি গাড়ির বহর ছিল বলে  জানিয়েছেন হাবিবুর রহমান রিয়াদ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ জায়েদুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন  উপলক্ষে বিশেষ অভিযান চলছে। তবে ছাত্রলীগ নেতাদের বাড়িতে কেউ গেছেন কি না তা জানি না।’ স্থানীয় অন্য সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই এ অভিযান। ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ শনিবার রাত ১১টায় ফেসবুক লাইভে জানান, শনিবার রাত ১০টায় ফতুল্লা মাসদাইর বেকারির আমার বাড়ির সামনে ১০ থেকে ১৫টি গাড়ি নিয়ে প্রশাসনের লোক অবস্থান নেয়। এ সময় তারা আমাকে খোঁজ করতে গেলে সামনে পড়েন আমার ভাইয়ের ছেলে সিয়াম (২২)। আমার বিষয়ে খোঁজ করলে সিয়াম বলেন আমি বাড়িতে নেই। পরে ডিবির পোশাক পরিহিত পাঁচ থেকে ছয়জন তাকে চড়-থাপ্পড় দেয়। গতকাল বিকালে তিনি সাংবাদিকদের বলেন, যেহেতু ছাত্রলীগ করি, স্বাভাবিকভাবেই আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করব। কিন্তু হঠাৎ প্রশাসন এমন হানা দেওয়ায় আমার পরিবার আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

 

সর্বশেষ খবর