সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ঘুষ গ্রহণ ও অর্থ পাচার

পার্থ গোপালের আট বছর জেল

আদালত প্রতিবেদক

পার্থ গোপালের আট বছর জেল

ঘুষ গ্রহণ ও অর্থ পাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের পৃথক দুই ধারায় আট বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। তবে অপর দুই ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেছে আদালত। এদিন কারাগার থেকে আসামি পার্থ গোপালকে আদালতে হাজির করা হয়। এ সময় পার্থ গোপালের স্ত্রী উপস্থিত ছিলেন। এরপর বেলা সাড়ে ১১টায় আসামির উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। রায় পড়া শেষ হলে বেলা ১টায় আদালত এ রায় ঘোষণা করে। রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে পার্থ গোপালের স্ত্রী কোনো কথা বলেননি। রায়ের আদেশে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারা এবং দন্ডবিধির ১৬১ ধারায় দুদক অভিযোগ প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেওয়া হলো। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পাঁচ বছর ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত’ তার ৬৫ লাখ ১৪ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং বৈধভাবে আয় করা ১৪ লাখ ৮৬ হাজার টাকা ফেরত দিতে বলা হয়। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তিন বছরের কারাদন্ডের আদেশ দেয় আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে অভিযানে যায় দুদক। বিকালে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক।

এর পরই তাকে আটক করা হয়। পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দন্ডবিধির ১৬১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করে দুদক। আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ রায় পেলে উচ্চ আদালতে আপিল করব।’ দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘যেহেতু আদালত পার্থ গোপালকে সাজা দিয়েছে, এখন কারাগার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে মনে করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর